ধামরাইয়ে সাদ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা আমজাদ মোল্লা গ্রেফতার

জাতীয় ধামরাই সংবাদ

সবুজ, স্টাফ রিপোর্টারঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় ঢাকার ধামরাই উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমজাদ মোল্লাকে গ্রেপ্তার করেছে থামরাই থানা পুলিশ । সোমবার রাতে মানিকগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানায়, গত ৫ আগস্ট গ্রেপ্তারকৃত আমজাদ মোল্লার নেতৃত্বে ধামরাই পৌরসভা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। এতে বেশ কয়েকজন ছাত্র-জনতার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকে আসামিরা মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *