সবুজ, স্টাফ রিপোর্টারঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় ঢাকার ধামরাই উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমজাদ মোল্লাকে গ্রেপ্তার করেছে থামরাই থানা পুলিশ । সোমবার রাতে মানিকগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানায়, গত ৫ আগস্ট গ্রেপ্তারকৃত আমজাদ মোল্লার নেতৃত্বে ধামরাই পৌরসভা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। এতে বেশ কয়েকজন ছাত্র-জনতার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকে আসামিরা মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।