শরীয়তপুরে মন্দির ও বাড়িতে হামলা-প্রতিমা ভাংচুর, আহত ৩

জাতীয় সারাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর হিদুপাড়া মন্ডলবাড়ী ও সার্বজনীন দূর্গামন্দিরের প্রতিমা ভাংচুর ও শ্রীচৈতন্য সেবা সংঘের কোষাধক্ষ্য সবুজ মন্ডলের বাড়ীতে হামলা চালিয়ে অগ্নি সংযোগ করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় শ্রী চৈতন্য সেবা সংঘের কোষাধক্ষ্য সবুজ মন্ডলসহ তার পরিবারের সদস্যরা আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সবুজ মন্ডলকে জানে মারার চেষ্টা করেছে। এ ঘটনায় পুরো জেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, গতকাল ১২ আগস্ট ২০২৪ সোমবার রাতে হিন্দুপাড়া দুর্গা মন্দিরে হামলা চালিয়ে র্দূগা প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এখানে মন্দিরে সাজিয়ে রাখা পূজার বিভিন্ন উপকরণ তছনছ করেছে সন্ত্রাসীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি বলে জানা গেছে। শরীয়তপুর জেলা হিন্দু মহাজোটের সভাপতি হেমন্ত দাস বলেন, মন্দিরে হামলার ঘটনায় জেলার হিন্দু অধ্যুষিত এলাকায় আতংক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভোগছে তারা। জেলা হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর প্রসাদ চৌধুরী বলেন, মন্দিরে হামলার সাথে জড়িতদের অবিলম্ভে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা না ঘটে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার কাছে এ ঘটনার এখনো কোন লিখিত অভিযোগ আসেনি। এ ন্যাক্কারজনক ঘটনা হয়েছে আমরা শুনেছি কিন্তু যদি লিখিত অভিযোগ আসে আমরা ব্যবস্থা নেবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *