![](https://dhakarkhabor.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ সবুজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন এন্ড প্রমোশন কর্মসূচীর আওতায় স্বাস্থ্য সম্মত জীবন যাপন ও পরিবেশের প্রভাব বিষয়ক ১ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইন ডিরেক্টর ডা মোঃ সাইফুল ইসলাম।
এ সময়ে বক্তারা বলেন, স্বাস্থ্য সম্মত জীবন যাপন বলতে শুধু সুস্থ জীবনই নয়, রাজনৈতিক, অর্থনেতিক, সামাজিক পরিবেশ এর উপর নির্ভরশীল সব মিলিয়েই স্বাস্থ্য সম্মত জীবন যাপন বোঝানো হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর চিপ আব্দুল আজিজ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ বিল্লাল হোসেন, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার আহমেদুল হক তিতাস, সিভিল সার্জন ঢাকার সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মহসিন মিয়া, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহানা পারভীন, উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন মসজিদের ঈমামগণ, এনজিও প্রতিনিধিগণ, সাংবাদিকগণ এবং চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।