![](https://dhakarkhabor.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সবুজ, স্টাফ রিপোর্টারঃ ঢাকার ধামরাইয়ে থার্টি-ফাস্ট নাইট উদযাপন করতে গিয়ে কিশোর গুলিবিদ্ধের ঘটনায় দু’টি বিদেশি পিস্তল দু’টি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে থামরাই থানা পুলিশ। গতকাল রাতে উপজেলার রোয়াইল ইউনিয়নের রোয়াইল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল দু’টি উদ্ধার করা হয়। ধামরাই থানা পুলিশ জানায়, থার্টি ফার্স্টের রাতে এক কিশোরকে গুলির ঘটনার জেরে ধামরাই থানার ওসির নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় দু’টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া দু’টি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানায় পুলিশ। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে পিস্তল দু’টি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এর আগে মঙ্গলবার রাতে নতুন বছর বরণের জন্য রোয়াইল গ্রামে খিচুড়ির আয়োজন করা হয়। আয়োজকদের মধ্যে একজনের কাছে পিস্তল ছিল। সে ওপরের দিকে গুলি ছুঁড়তে চেয়ে ব্যর্থ হয়। পরে ধাক্কাধাক্কির একপর্যায়ে গুলি বের হয়ে আকাশ সরকার নামে একজনের পেটে লাগে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।