ধামরাইয়ে তৌহিদি ছাত্র-জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

ধামরাই সংবাদ সারাদেশ

এমদাদ হোসেন রনি, ধামরাই প্রতিনিধিঃ ধর্ষণ, শাহবাগে পুলিশের উপর বামপন্থীদের হামলা, দেশদ্রোহীদের ষড়যন্ত্র রুখতে শাহবাগী লাকি আক্তারকে গ্রেফতার ও শাপলার গণহত্যার বিচারের দাবিতে ঢাকার ধামরাইয়ে তৌহিদি ছাত্র জনতা মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পরিষদে চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তৌহিদ জনতা। মানববন্ধনে তৌহিদি ছাত্র জনতার নানা ধরনের স্লোগান দিতে থাকেন। পরিশেষে বক্তারা বলেন, যারা ধর্ষণের সাথে জড়িত তাদের অতিদ্রুত বিচারের আওতায় আনতে হবে। যারা শাপলা চত্বরে পুলিশের উপর হামলা করেছে সেই বামপন্থীদের বিচার করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন আফাজ উদ্দিন কলেজের ছাত্র মো: জাকারিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মো: আদনান, গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিনুর রহমান সৈকত, আলীয়া মাদ্রাসার শিক্ষার্থী আবু বকরসহ আরো অনেকে। এই মানববন্ধনে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *