ধামরাইয়ে সড়ক দূর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু।

ধামরাই সংবাদ সারাদেশ

সবুজ, নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার ধামরাই ঢুলিভিটা থেকে কালিয়াকৈর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল মাক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী মোঃ আলী আজগর (৫০) নামে একজনে মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙালপাড়া এলাকায় এমন দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই আজাহার ইসলাম। নিহত আলী আজগর উপজেলার সূতিপাড়া ইউনিয়নের সূতিপাড়া গ্রামের নুরুল হক মাস্টারের ছেলে। সে বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিআই (এনজিও) জিরানী শাখার শাখা ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিল। বর্তমানে সে ধামরাই পৌরসভার বরাতনগর এলাকায় বসবাস করেন। পরিবার সুত্রে জানা যায়, আজ সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্য ধামরাই পৌরসভার বরাতনগর এলাকায় থেকে মোটরসাইকেল যোগে জিরানী যাওয়ার উদ্দেশ্য ভাড়ারিয়া এলাকার বাঙ্গালপাড়ায় পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি মক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলর তিনি মৃত্যু বরণ করেন। এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আজাহার ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে নিহতের বাড়ীতে যাই। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *