সবুজ, স্টাফ রিপোর্টারঃ বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা, বিএনপি’র সম্মানিত চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০, বিএনপির’র সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সূতিপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে বাথুলী বাসষ্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়। সূতিপাড়া ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এম এস জামান এর সঞ্চালনায় ও সূতিপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেন এর সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। এসময় উপস্থিত ছিলেন,ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল, সাবেক সিনিয়র সহ সভাপতি খন্দকার আইয়ুব, ধামরাই উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আসিফুর রহমান খান মিলন, ঢাকা জেলা মহিলা দলের আহবায়ক সাবিনা ইয়াসমিন, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, ধামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মুকুট, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আনসার আলী, ধামরাই পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি শহিদুল রহমান শহিদ, ধামরাই উপজেলা শ্রমিক দলের সভাপতি লোকমান দেওয়ান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি খুররম চৌধুরী টুটুল, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রিমন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মো জাবেদ আলী, যুবদল নেতা শহীদুল ইসলাম সুজন প্রমুখ।