আর্ণ এন্ড লীভ সংগঠনের জাতীয় যুব দিবস উদযাপন।

সারাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালন করেছে, প্রতিবন্ধী এবং সমাজের অসহায় জনগোষ্ঠিকে নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ। জয়পুরহাট জেলা সদরের মূল সড়ক দিয়ে র‍্যালি করে সংগঠনটির জয়দেবপুর জেলা শাখার স্বেচ্ছাসেবকরা।

এরপর স্থানীয় একটি স্কুলের হল রুমে সমবেত হয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন, মোঃ রাকিবুল ইসলাম (রাতুল), অফিস প্রতিনিধি, আর্ন এন্ড লিভ। অনুষ্ঠিত কুইজে প্রথম স্থান অধিকার করে তাইয়্যিবা জান্নাত, দ্বিতীয় স্থান পেয়েছে সাফিয়া ও তৃতীয় স্থান অধিকার করেন লিমা আক্তার। বিজয়ীদের মাঝে আর্ন এন্ড লিভ -এর পক্ষ থেক পুরস্কৃত করা হয়। আর্ন এন্ড লিভ -এর পক্ষ থেকে উপস্থিত সকল শিক্ষার্থীদের দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়।


জাতীয় যুব দিবস ২০২৪ এর এবারের প্রতিপাদ্য দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে মাথায় রেখে যুবদের দক্ষ হিসেবে গড়ে তুলতে এই বিশেষ দিনে আর্ন এন্ড লিভ উদ্বোধন করে, “ABLE-আমরাও পারি” প্রকল্প।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, দেশে ১৫-২৯ বছর বয়সী জনসংখ্যা পৌনে পাঁচ কোটি। আর মোট বেকার প্রায় ২৫ লাখ। বেকার ও কর্মক্ষম যুব সম্প্রদায়কে দক্ষ করে তুলতে “ABLE -আমরাও পারি” প্রকল্পের অধীনে আইসিটি প্রশিক্ষণ দেবে “আর্ন এন্ড লিভ”


অনুষ্ঠানের শেষ পর্যায়ে, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষ বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ রোপনের গুরুত্ব আলোচনা করে আর্ন এন্ড লিভ এর অফিস প্রতিনিধি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি শারাবান তহুরা, মোঃ খালেকুজ্জামান পানু, সাধারণ সম্পাদক, জয়পুরহাট জেলা কমিটি, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, রফিকুল ইসলাম বিট্টু, সংগঠক, যমুনা পাড় মুক্ত রোভার স্কাউট, গল্পকার রওশন কবীর চৌধুরী, সমাজ সেবক সাবিনা ইয়াসমিন, আর্ন এন্ড লিভ এর অফিস প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম (রাতুল), জয়পুরহাটের তুহিন, রাসেল সহ একঝাঁক নিবেদিত সমাজসেবক।

আর্ন এন্ড লিভ -এর এই কার্যক্রমে জয়পুরহাট জেলার মানুষের প্রশংসায় ভাসছেন আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি। ফরিদা ইয়াসমিন জেসি বলেন, আমি চাই বাংলাদেশের জন্য কিছু করতে। ABLE -আমরাও পারি প্রকল্প সম্পর্কে তিনি বলেন, “আর্ন এন্ড লিভ” বাংলাদেশের যুবকদের জন্য কিছু করতে চায়। যুবকরা যাতে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের দক্ষতা বাড়াতে পার। আর্ন এন্ড লিভ -এর “ABLE-আমরাও পারি” প্রকল্প সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *