এমদাদ হোসেন রনি, ধামরাই প্রতিনিধিঃ সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে ঢাকার ধামরাইয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ।
সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এর আগে দিবসের র্যালি বের হয়ে। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিনুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা লিপিকা রাণী প্রমুখ।
বক্তারা বলেন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে দেশে সমবায় আন্দোলন শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সমবায়ের মাধ্যমে লোকজন ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশও উপকৃত হয়। কিন্তু জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যা করার পর দেশে সমবায় আন্দোলনের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। বর্তমান সরকার সমবায় আন্দোলনকে জোড়দার করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এখন এ সমবায়ের মাধ্যমে অনেক কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি দারিদ্র বিমোচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরে অতিথিরা শ্রেষ্ট সমবায় সমিতিদের ক্রেস্ট ও সনদ তুলে দেন।