মোঃ সবুজ, ধামরাই থেকেঃ ঢাকার ধামরাইয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, আমিন গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম।
এসময় সাভার গণপূর্ত উপ-বিভাগের প্রকৌশলী জনাব আল আহসান আতিক, প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল বাশার, পৌর যুবলীগের সহ সভাপতি আলী খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব রহমান, ধামরাই সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম পিয়াস, পৌর ছাত্রলীগের সহ সভাপতি জাহিদুল ইসলাম, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, ধামরাই পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোবারক হোসেন কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ, মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, মডেল মসজিদগুলোতে দ্বীনি দাওয়াত কার্যক্রম ও ইসলামী সংস্কৃতি চর্চার পাশাপাশি মাদক, সন্ত্রাস, যৌতুক, নারীর প্রতি সহিংসতাসহ বিভিন্ন সামাজিকব্যাধি রোধে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।
এছাড়া হজযাত্রীদের জন্যে রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণ ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফন পূর্ব আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক সাংস্কৃতিক কর্মকা-ও ইসলামের দাওয়াতের জন্যে সম্মেলন কেন্দ্র, ইসলামি বই বিক্রয় কেন্দ্র, মসজিদসহ দেশি বিদেশি অতিথিদের জন্যে থাকার সুবিধা থাকবে।