বছরের শুরুতে দেখা যাবে বিরল চতুষ্কোণ উল্কাবৃষ্টি, দাবি নাসার

আন্তর্জাতিক

২০২১ সালের শুরুতেই বিরল চতুষ্কোণ উল্কাবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা জানিয়েছে, খুব শিগগিরই পৃথিবীর আকাশে এই বিরল উল্কাবৃষ্টি দেখা যাবে। খবর ডেইলি মেইল ও সিবিএস নিউজের।

কী এই চতুষ্কোণ উল্কাবৃষ্টি?

ডেইলি মেইলের প্রতিবেদনে বিজ্ঞানীরা জানিয়েছেন, সাধারণত ধূমকেতুর কণা ও গ্রহাণুর ভাঙা অংশ এই ধরনের উল্কায় পরিণত হয়। যখন পৃথিবীর বায়ুমণ্ডলে সেটা প্রবেশ করে তখনই আগুন ধরে যায়। আর আকাশে উজ্জ্বল কণার মতো প্রতিফলিত হয়। আকাশে অনেকক্ষণ ধরে তা জ্বলতে দেখা যায়। যখন প্রথম বিজ্ঞানীরা উল্কাবৃষ্টি দেখেছিলেন তারা এর নাম দিয়েছিলেন ‘চতুষ্কোণ উল্কাবৃষ্টি’।

উল্কাবৃষ্টি ঘিরে তথ্য

১৮২৫ সালে প্রথমবার উল্কাবৃষ্টির দেখা পেয়েছিলেন বিজ্ঞানীরা। সেই সময়ই প্রথম এই উল্কাবৃষ্টির আবিষ্কার হয়। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা বলছে, ২০২১ সালে বায়ুমণ্ডলের অনেকটা জুড়ে দেখা যাবে উল্কাবৃষ্টি। সাধারণত জানুয়ারির শুরুতেই এই উল্কাবৃষ্টি হয়ে থাকে।

কোথায় ও কখন দেখা যাবে?

বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর উত্তর গোলার্ধের আকাশে এই উল্কাবৃষ্টি দেখা যাবে। উত্তর গোলার্ধের মধ্যে বাংলাদেশও রয়েছে। অর্থাৎ ভাগ্য ভাল থাকলে বাংলাদেশ-ভারতসহ ভারতীয় উপমহাদেশের আকাশেও এই উল্কাবৃষ্টি দেখা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *