মোঃ সবুজ (ধামরাই )প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। দিনব্যাপী এই উদ্ভাবনী মেলায় উপজেলার বিভিন্ন দপ্তর, সেবামুলক প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এই মেলায় অংশ নেয়। মেলায় ৪টি প্যাভিলিয়নে ৩৮টি বিভিন্ন উদ্ভাবনী স্টল প্রদর্শন করা হয়। মেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ছোট বড় নানা শ্রেণি পেশার মানুষ বিভিন্ন স্টলে ভীড় করে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা, সহকারি কমিশনার ভূমি ফারজানা আক্তার, ধামরাই উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ সোহানা জেসমিন মুক্তা, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান, সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিল হোসেন, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান প্রমূখ।
সভাপতি সহ আগত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।