ধামরাইয়ে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন

ধামরাই সংবাদ

মোঃ সবুজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ধামরাই উপজেলা পরিষদ মাঠে সাতদিন ব্যাপী জাতীয় শিশু দিবস উদযাপন, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা, বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মাঠে মেলায় ফিতা কেটে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।

উপজেলা পরিষদ মাঠে মেলায় ২৮টি স্টল পরির্দশন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদ ।

সভায় আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র গোলাম কবির, সহকারী কমিশনার ভূমি ইশতিয়াক আহমেদ, ওসি আতিকুর রহমান, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগন।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জন্মবাষিকীতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদ ও উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী শিক্ষার্থীদেরকে উপহার সামগ্রী বিতরন করেন । পরে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের গান পরিবেশন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *