ডেস্ক রিপোর্টঃ দেশে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। বিশেষ করে দেশে অক্সিজেন সংকটে রোগী মৃত্যুর দুঃসংবাদ প্রায় প্রতিদিনই আসছে। দেশের এই ক্রান্তিকালে নিজেদের জীবনের ঝুকি নিয়ে, দিন – রাত কাধে অক্সিজেন সিলিন্ডার নিয়ে শ্বাস কস্টে ভোগা করোনা রোগীদের দ্বারে দ্বারে ছুটে চলেছে একদল স্বেচ্ছাসেবী।
ডু সামথিং ফাউন্ডেশনের সহায়তায়, জাগ্রত তারুন্য (ঢাকা মহানগর) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সাভার ও ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে ছুটে যাচ্ছে একটি জীবন বাঁচানোর চেস্টায়।
এ ব্যাপারে, জাগ্রত তারুন্য (ঢাকা মহানগর) এর সভাপতি তানভীর আহমেদ বলেন; প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে ফোন আসছে আমাদের কাছে, আমরা আমাদের সাধ্যমতো চেস্টা করছি অক্সিজেন সিলিন্ডার পৌছে দেয়ার। এবং আমাদের ৩ স্বেচ্ছাসেবী রুমান, মাহফুজ, জায়েদ এই ৩ তরুণ ঝড়-বৃষ্টি উপেক্ষা করে একটি জীবন বাঁচানোর উদ্দেশ্যে সকাল-সন্ধ্যা অক্সিজেন সিলিন্ডার কাধে নিয়ে ছুটে চলেছে করোনা রোগীর দ্বারে দ্বারে।