মোঃ সবুজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঈদ-উল-ফিতর উপলক্ষে অস্বচ্ছল, অভাবগ্রস্ত ও দুস্থ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে র্যাব-৪। সাভার র্যাব-৪ কার্যালয়ে শনিবার দুপুরে ৩০০ জন অস্বচ্ছল, অভাবগ্রস্থ এবং দুস্থ শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ করা খাবারের মধ্যে চাল, ডাল, তৈল, সেমাই, চিনি এবং লবনসহ অন্যান্য সামগ্রী ছিল।
র্যাব-৪ সূত্রে জানা যায়, বর্তমান সময়ে মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তাররোধে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণ, করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রচারণা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে নিয়মিত রোবাস্ট পেট্রোলিং পরিচালনার পাশাপাশি মানবিক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মোজাম্মেল হকসহ র্যাব-৪ এর সকল সদস্যবৃন্দ। এরই ধারাবাহিকতায়়় সামাজিক দূরত্ব মেনে অসহায় অস্বচ্ছলদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, র্যাব তার সাধ্যমতো মানবিক সাহায্য প্রদান করে আসছে যা চলমান থাকবে।
তাছাড়াও দুস্থদের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন, র্যাব -৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান সহ আর অনেকে।