বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই, আজ আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি: ইমরুল হোসেন

ধামরাই সংবাদ

মোঃ সবুজ, ধামরাই প্রতিনিধিঃ কালামপুর এস আর অফিসের দলিল লেখক গাংগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইমরুল হোসেন বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তার হাত ধরেই বাঙালি পেয়েছিল স্বাধীনতার দিশা; অর্ধ শতকের পথচলায় অর্থনৈতিক মুক্তির যে সোনালি দিগন্তের সামনে আজ বাঙালি দাঁড়িয়ে, তারও অনুপ্রেরণা তিনি। সেই সোনার বাংলায় তার বাংলাদেশকে পৌঁছে দিতে আজকের অভিযাত্রায় নেতৃত্ব দিয়ে চলেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ইতোমধ্যে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, দেশ এগিয়ে যাচ্ছে। বাঙালি আজ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই অগ্রযাত্রাকে আমাদের ধরে রাখতে হবে।

তিনি বুধবার (১৭ মার্চ) রাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দক্ষিণ হাতকোড়া এলাকায় তার নিজ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময়ে তিনি আরো বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন আজ। প্রতি বছর বঙ্গবন্ধুর জন্মদিনকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদযাপন করা হয়। এ উপলক্ষে আজ ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা -২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদ এর নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন পালন করলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আবুল হোসেন, ৮ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, ৮ নং ওয়ার্ডের প্রচার সম্পাদক করিম হোসেন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *