রাজশাহী প্রতিনিধি : শিবলী সরকার নবুঃ
রাজশাহী আরএমপি পুলিশের ট্রাফিক পুলিশের
আহত সার্জেন্ট বিপুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে দেখতে যান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার। গতই বুধবার (২০ জানুয়ারি) দুপুরে তাকে (রামেক) হাসপাতালে দেখতে যান। এসময় তার চিকিৎসার খোজ খবরও নেন নগর আওয়ামী লীগের নেতা।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ উদ্দিন খান, জাতীয় শ্রমিকলীগ নগরের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর ছাত্রলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক আরেফিন পারভেজ বন্ধন, নগর যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক রনি, রামেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ইচিপর সাধারণ সম্পাদক মনম ক্লান্তি দাস’সহ রামেক ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, এর আগে ১৯ জানুয়ারী মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর ঘোড়া চত্বরে কর্মরত অবস্থায় হামলার শিকার হন ট্রাফিক পুলিশের সার্জেন্ট বিপুল। পরে তাকে রাজপাড়া থানার পুলিশ উদ্ধার করে (রামেক) হাসপাতালে ভর্তি করেন।