মোঃ সবুজ, ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকা জেলার ধামরাই উপজেলার ১৫টি ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে আওয়ামীলীগের দলীয় ১ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হবে।
নিয়ম অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে ৫ হাজার টাকা করে জামানত জমা দিতে হয়। সেই জামানতের টাকা ফেরত পেতে ওই ইউনিয়নের সব ভোটকেন্দ্রে (কাস্টিং ভোট) পড়া মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পেতে হয়। যেসব প্রার্থী ওই পরিমাণ ভোট না পেয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৈধ ৮৫৭৭ ভোট এর মধ্যে সদর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী শাহাবদ্দিন (নৌকা-৫৭৬ ভোট) পেয়েছেন। মোট কাস্টিং ভোট ৮৫৭৭কে ৮ দিয়ে ভাগ করলে ভাগফল হয় ১০৭২ কিন্তু নৌকার মাঝি শাহাবদ্দিন পেয়েছেন ৫৭৬ ভোট।
নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হবে। তবে আমরা জামানত বাজেয়াপ্তের হিসাব এখনও করিনি, জামানত বাজেয়াপ্তের হিসাব আরো পরে হবে।