ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ এর সম্মানিত সভাপতি ও শিক্ষকদের সাথে শিক্ষার সার্বিক কার্যক্রম ও প্রতিষ্ঠানের উন্নয়ন লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে মোহাম্মদী গার্ডনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদ। ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান প্রমুখ।
সভায় শিক্ষার্থীদের মানবিক হিসেবে গড়ে তুলতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের কথা তুলে ধরতে শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে বেনজীর আহমদ এমপি বলেন, শিক্ষকরা আমাদের উস্তাদ গুরুজন তাদের সন্মানার্থে আমি স্টেজ থেকে নেমে আপনাদের সাথে বসেছি। আপনাদের কাছে একটা অনুরোধ বর্তমান সরকারের সময় শিক্ষা প্রতিষ্ঠানে যে উন্নয়ন করা হয়েছে এবং আমাদের ধামরাইয়ে যে উন্নয়ন হয়েছে তা আপনারা সবাইকে জানাবেন। করোনায় আমাদের ২ বছর যদিও সমস্যা তৈরি করেছে তারপরও আপনাদের চাহিদা মত উন্নয়ন হয়েছে ঢাকার ধামরাইয়ে। এখানে সারে চারশত গ্রামের ৫১ টি স্কুলের শিক্ষকগণ আছেন, আপনারা সবাই জানেন এই সরকারের সময় কেমন উন্নয়ন হয়েছে।