রাজশাহীতে ট্রাফিক পুলিশের সার্জেন্টকে পিটিয়ে রক্তাক্ত করলো দুইজন সন্ত্রাসী

সারাদেশ

রাজশাহী প্রতিনিধি : শিবলী সরকার (নবু) মহানগর ট্রাফিক পুলিশের চেকপোস্টে ডিউটি চলাকালীন দিনদুপুরে জনসম্মুখে পুলিশের সার্জেন্টকে পিটিয়ে গুরুতর আহত করে হয়। এসময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এরপরে সার্জেন্ট বিপুল ভট্টাচার্যকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। নগরীর (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ জানুয়ারি মঙ্গলবার দিনদুপুরে দেড়টার দিকে। রাজশাহীর মহানগর রাজপাড়া থানাধীন, বহরমপুর মোড়, ঘোড়াচত্বর সিটি বাইপাস মহাসড়কে। এ ধরনের ঘটনা ঘটিয়ে দুইজন সন্ত্রাসী ঘটনাস্থল, থেকে পালিয়ে যায়।

পুলিশ জানায়, চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল যানবাহন চালকের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। সার্জেন্ট বিপুল ভট্টাচার্য (৩২)। এসময় দুইজন যুবককে থামিয়ে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে। এ নিয়ে সার্জেন্ট বিপুলের সাথে তর্কবিতর্ক করতে থাকে বেপরোয়া দুইজন যুবক এক পর্যায়ে সন্ত্রাসীরা সার্জেন্ট বিপুলের উপরে হামলা চালায়। এরপর সার্জেন্টকে লোহিত ধরনের চলা দিয়ে। এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে দেয়। সার্জেন্ট বিপুলের পুরো শরিরে জখম করে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। একপর্যায়ে দুই যুবকের মধ্যে একজন, উগ্রবাদী যুবক, প্রথমেই সার্জেন্ট বিপুলের ওপর হামলা চালায়। তারা, পুলিশের সার্জেন্ট বিপুলকে কাঠের চলা দিয়ে পিটিয়ে রক্তাক্তে, জখম করে দেয়। এসময় ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ফেলে, রেখে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আহত সার্জেন্টকে উদ্ধার করে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সার্জেন্ট বিপুল এখন হাসপাতালের ৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। এদিকে খোঁজ পেয়ে (আরএমপি) পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। আহত সার্জেন্ট বিপুলকে মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দেখতে যান। আজ বেলা তিনটার দিকে ৪নং ওয়ার্ডে।

এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, নগরীর বহরমপুর ঘোড়া চত্বর মোড় সিটি বাইপাস রাস্তায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে সার্জেন্ট বিপুল মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করছিলেন। এসময়ে এক যুবক সার্জেন্ট বিপুলের সাথে তর্কবিতর্ক করতে থাকলে। মোটরসাইকেলে থাকা আরএক যুবক রাস্তার পাশে থেকে কাঠের চলা দিয়ে সার্জেন্ট বিপুলকে মারতে গেলে।একপর্যায়ে তাঁরা কাঠের মোটা চলা দিয়ে আঘাত করলে সার্জেন্ট বিপুলের শরীরে জখম করে সন্ত্রাসীরা। লোকজন জড়ো হওয়ার আগেই ঘটনাস্থল থেকে দুইজন উগ্রবাদী যুবক পালিয়ে যান।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, এ ঘটনায় সার্জেন্ট বিপুলের বাম হাত ভেঙে গেছে বলেও পুলিশের মুখপাত্র জানান। চিকিৎসকেরা পুলিশকে জানিয়েছেন। সার্জেন্ট বিপুলের অন্য হাতেও আঘাত পেয়েছেন। এ ছাড়াও তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন পুলিশের উপরে হামলাকারী দুইজন যুবকের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। হামলাকারীরা যতই ক্ষমতাশালী লোক, হোক না, কেন। তাঁদের দ্রুত খোঁজে, গ্রেফতার না হওয়া পর্যন্ত। পুলিশের অভিযান চলতে থাকবে এবং তাড়াতাড়ি সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়া হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *