‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখতে সিনেমা হলে এমপি বেনজির আহমদ

ধামরাই সংবাদ সারাদেশ

মোঃ সবুজ, ধামরাই।। ঢাকার ধামরাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখতে সিনেমাহলে ভিড় করছেন আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

সোমবার (১৬ অক্টোবর) সকালে পৌর এলাকায় অবস্থিত সীমা সিনেমা হলে স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ এর নেতৃত্বে সিনেমা হলে আসেন শতাধিক নেতাকর্মী ও তিন শতাধিক ছাত্র-ছাত্রী।

আ.লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্থিতি দেখা যায় সিনেমা হলে। সিনেমা হল কর্তৃপক্ষ জানায়, সারবছর বন্ধ থাকা সিনেমা হলে প্রাণ ফিরেছে ঐতিহাসিক এই সিনেমার কল্যানে। সিনেমা মুক্তির পর থেকেই প্রতিদিন আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সিনেমা দেখতে আসছেন।

এমপি বেনজীর আহমদ তাঁর বক্তব্যে বলেন, ‘বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে নির্মিত এই চলচ্চিত্র তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। দেশ সম্পর্কে জানতে শেখ মুজিব সম্পর্কে জানতে পারবে। দেশ কিভাবে স্বাধীন হলো কিভাবে আমরা আমাদের পতাকা পেলাম তা এই সিনেমার মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা দেশের ভবিষ্যৎ আগামীদিনে তোমরা দেশ পরিচালনা করবে তাই তোমাদের নেতৃত্ব দেওয়ার গুনাবলী সম্পর্কে জানতে হবে।

সিনেমা প্রদর্শনের পূর্বে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির বলেন, বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে ছাত্রছাত্রীদের জানাতে আমি ও এমপি মহোদয় আমাদের খরচে আগামী এক সপ্তাহ ধামরাই উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের এই সিনেমা দেখার সুযোগ করে দিবো। প্রতিদিন দুইটি করে স্কুলের শিক্ষার্থীরা এই সুযোগ পাবে। এসময় আইনশৃঙ্খলা রক্ষার্থে আমরা থানা থেকে পুলিশ সদস্য দেয়ার আহবান করবো।

সিনেমা দেখতে আসা নবম শ্রেণীর ছাত্রী সায়মা বলেন, সিনেমাটি দেখে আমাদের দেশ, ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ ও সর্বোপরি জাতির জনক শেখ মুজিব সম্পর্কে জানত পেরেছি। ধন্যবাদ এমপি ও মেয়র মহোদয়কে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *