মোঃ সবুজ, ধামরাই প্রতিনিধিঃ রাজধানীর উপকন্ঠ ধামরাই উপজেলার ভারারিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোরছালিন এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আওয়ামীলীগ নেতা মোরছালিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারা দেশের মতো ধামরাই উপজেলায় ও তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্ট করছে। শীতার্তদের শীতের হাত থেকে রক্ষা করতে আজ দুই হাজার দরিদ্র-বৃদ্ধ নারীকে শীতের কম্বল বিতরণ করছে মোরছালিন। জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুদামুক্ত বাংলাদেশ গড়তে হলে যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়াতে হবে।
মোরছালিন বলেন, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমূলক কাজের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ এর নির্দেশে আমি জনগণের পাশে রয়েছি।
তিনি আরও বলেন, শীতার্তদের শীত বস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। ভাড়ারিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে।
শীত বস্ত্র গ্রহণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব নারী কুলছুম বেগম বলেন, গত কয়েকদিনের তীব্র শীতে রাতে ঘুমাতে খুব কষ্ট হয়েছে। মোরছালিনের দেয়া কম্বল পেয়ে সেই কষ্ট লাঘব হবে।
এ সময়ে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ , ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য মো. বিল্লাল হোসেন, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।