বিশ্বের সেরা দশ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন মুকেশ আম্বানি

অর্থ-বানিজ্য

মহামারি করোনাকালেও তার সম্পদ কমাতো দূরে থাক, অধিকন্তু বেড়েছিল। বিশ্বের সেরা ১০ ধনীর তালিকায় লিখিয়েছিলেন নিজের নাম। কিন্তু শেষমেশ ধাক্কা খেতেই হলো। ব্লুমবার্গ সূচকে সারা বিশ্বের প্রথম ১০ জন ধনীর তালিকা থেকে এবার ছিটকে গেলেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। তিনি এই মুহূর্তে ১১তম স্থানে রয়েছেন।

ব্লুমবার্গের মতে, মুকেশের বর্তমান সম্পত্তির পরিমাণ ৫.৬৩ লাখ কোটি টাকা।

চলতি বছরের প্রথম দিকে চতুর্থ স্থানে উঠে এসেছিলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) কর্ণধার মুকেশ। সে সময় তার সম্পত্তির পরিমাণ ছিল ৬.৬২ লাখ কোটি টাকা।

বর্তমানে মুকেশের ঠিক আগে অর্থাৎ দশম স্থানে রয়েছেন ওর‌াকল করপোরেশনের কর্ণধার ল্যারি এলিসন। নবম স্থানে রয়েছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন।

তবে করোনা পরিস্থিতিতে ব্যাপক উত্থানের পরেও মুকেশ আম্বানির বিশ্বের প্রথম ১০ জন ধনীর তালিকা থেকে ছিটকে যাওয়ার কারণ কী? এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, আরআইএলের শেয়ারের মূল্য সর্বোচ্চ দর থেকে ১৬ শতাংশ প়ড়ে গেছে। আর তার ধাক্কাতেই এখন ‘সেরা দশ’-এর বাইরে চলে যেতে হয়েছে মুকেশকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *