মোঃ সবুজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ঢাকা জেলা শাখা ।
বৃহস্পতিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ঢাকা জেলার সভাপতি খালেক ঢালী, সহ সভাপতি আবুল হোসেন, সহ সভাপতি মফিজুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাপুস সাভার থানার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হোসেন, আদর্শ লাইব্রেরীর কর্নধার আজম খান, যুথি লাইব্রেরীর কর্নধার জাহাঙ্গীর আলম।
এ সময়ে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামাল হোসেন বলেন, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। দীর্ঘ লড়াই-সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধশেষে ১৯৭১ সালের এই দিনে আমরা বহু প্রতীক্ষিত বিজয় অর্জন করি। এ বছর দেশবাসী আনন্দঘন পরিবেশে উদযাপন করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এটি বাঙালির বিজয়োৎসবে যোগ করেছে অনন্য এক মাত্রা।
বিজয়ের এ দিনে শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধায় স্মরণ করি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের, যাদের সর্বোচ্চ ত্যাগে অর্জিত হয়েছে স্বাধীনতা। তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থক, বিদেশি বন্ধু, যুদ্ধাহত ও শহিদ পরিবারের সদস্যসহ সব স্তরের জনগণকে, যারা বাঙালি জাতির বিজয় অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফ হোসেন ছোটন এর দিক নির্দেশনায় আমরা ঢাকা জেলা কমিটি আজ সুসংগঠিত। সমিতির কল্যানে আমি দিন- রাত পরিশ্রম করে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।