পূজা মন্ডপ পরিদর্শন করলেন কাওয়ালীপাড়া ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা

ধামরাই সংবাদ সারাদেশ

মোঃ সবুজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে পূজামন্ডপ পরিদর্শনকালে কাওয়ালীপারা বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা বলেছেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ফুটে উঠে দূর্গাপূজাতে। যারা এ দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায় তারা সংখ্যায় অল্প। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের ব্যাপারে সতর্ক রয়েছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার কোন সুযোগ নেই।

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধায় ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।

তিনি এসময় আরো বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনের সুবিধার্থে প্রতিটি পূজা মন্ডপে পুলিশ অত্যন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে যাচ্ছে। পূজা মন্ডপে কোনো অঘটন ঘটলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত রয়েছে। পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাওয়ালীপাড়া ফারির পুলিশ সদা প্রস্তুত রয়েছে।

তিনি বালিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসে হিন্দু নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপন শীর্ষক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, সিনিয়র সহ সভাপতি হুমায়ুন রশীদ, সাধারণ সম্পাদক এস এম সবুজ, কাওয়ালীপাড়া ফাঁড়ির পুলিশ সদস্যরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *