পিস্তল ঠেকিয়ে নৌকার প্রার্থীর ছেলের আঙ্গুল কাটার অভিযোগ

ধামরাই সংবাদ সারাদেশ

ধামরাই উপজেলা প্রতিবেদকঃ ঢাকার ধামরাইয়ে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনায় নৌকার প্রার্থীর ছেলের কপালে পিস্তল ঠেকিয়ে ডান হাতের আঙ্গুল কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে। এতে অন্তত আরো ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ অক্টোবর) বেলা ১২ টা দিকে ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়ন পরিষদের পাশে সুয়াপুর বাজার ব্রিজের পাড়ে এ ঘটনা ঘটে।

এতে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর গ্রামের মো: বাবর আলী (৩৫), শিয়ালকুল গ্রামের মো: মমিনুল (৪৬), মো: দেলোয়ার হোসেন (২৮), আব্দুর রাজ্জাক (৪২) ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর ছেলে সাবেক সেনা সদস্য আব্দুল হালিমসহ (৪০) আরো ১০-১৫ জন আহত হন।

নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনের ছেলে আব্দুল হালিম বলেন, ‘দুপুরের দিকে মিছিল নিয়ে ভোট প্রার্থনার জন্য যাবার সময় নৌকার মিছিলে অতর্কিতে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন ও তার কর্মীরা। এসময় সোহরাব তার কোমড় থেকে পিস্তল বের করে আমার কপালে ঠেকিয়ে হুমকি দেয়। একইসঙ্গে পাশে থাকা আরেকজন কোপ দিয়ে আমার দুই আঙুল কেটে ফেলে।’

সুয়াপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন বলেন, ‘আমাকে দল মনোনয়ন দিয়েছে। আমি প্রচারণায় যাচ্ছিলাম। এমন সময় সোহরাবের লোকজন হামলা চালায়। আমার ছেলের আঙ্গুল কেটে ফেলে। এছাড়া দেশীয় অস্ত্রসহ আমার আরো ৮-১০ জন কর্মীকে কোপায় তারা। আহত সবাই ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।’

এ বিষয়ে জানতে সুয়াপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেনকে ফোন করা হলে তার ড্রাইভার কল রিসিভ করে বলেন, ‘স্যার ব্যস্ত। কথা বলবেন না।’

তবে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সাকিমুদ্দিন বলেন, ‘দুপুরের দিকে আমরা বাজারে কথাবার্তা বলছিলাম। তখনই নৌকার লোকজন এসে ঝামেলা করে। এতে চেয়ারম্যানসহ ১০ জন আহত হয়েছেন।’

এ বিষয়ে ধামরাই থানার পরিদর্শক (ওসি অপারেশন) নির্মল কুমার দাস বলেন, আমরা ঘটনাটি শুনেছি। এরপর পুলিশের দু’টি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি তারা এখন সেখানে অবস্থান করছে৷ এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিয়ে ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা বেগম বলেন, আমরা ঘটনাটি মৌখিক ভাবে শুনেছি। এখনো কোনো পক্ষ আমাদের কাছে অভিযোগ দেয়নি৷ তবে পরিস্থিতি সামলাতে সেখানে পুলিশ অবস্থান করছে। কেউ অভিযোগ করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *