পথ শিশুদের পাশে আর্ন এন্ড লিভ

সারাদেশ

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ এর জিমখানা রেলি বাগান এর রাস্তায় আর্ন এন্ড লিভ যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রায় ২০০ শত পথ শিশুকে শীতকালীন পোশাক এবং কম্বল বিতরন করে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসি, ব্যক্তিগত উদ্দোগে ফ্রেন্ডস অফ আর্ন এন্ড লিভ ও পরিবারের সদস্য নিয়ে এই প্রতিষ্ঠান টি চালিয়ে নিচ্ছেন। তিনি বলেন রাস্তায় বসবাসকারী শিশুরা আমাদের পথের ধারের স্বজন। তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক। পোশাক বিতরন কালে উপ্সথিত ছিলেন নারায়ণগঞ্জ আর্ন এন্ড লিভ শাখার কো অর্ডিনেটার মুজিব মল্লিক, ও হালিমা আক্তার। সার্বিক তত্বাবধানে ছিলেন উঠান থিয়েটারের পরিচালক সোয়েব মনির,নাট্যকর্মি শেখ কামাল,নাট্যকর্মী মারুফ হাসান।

শীতের রাতে গুটিসুটি মেরে রাস্তায় শুয়ে থাকা মানুষগুলো পাশে দাড়ানো, তাদের দু্র্ভোগ লাঘবের চেষ্টা থেকেই এমন কাজের উদ্যোগ। ক্রয়ক্ষমতার বাইরে শীতার্ত ব্যক্তিরা না পারে পেট ভরে খাবার খেতে, না পারে কোনো অসুখ হলে চিকিৎসা করাতে। রাতের বেলায় দেখা যায় কীভাবে, কেমন করে শীতবস্ত্রবিহীন মানুষ কষ্টে রাত যাপন করছে। তাদের নেই কোনো শীত নিবারণ করার সম্বল।

দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতের তীব্রতায় দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, বস্ত্রাভাবী শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ যারা নিদারুণ কষ্ট পায়। তাদের জন্য আর্ন এন্ড লিভ দিয়ে যাচ্ছে শিত বস্র ও কম্বল। এছাড়া শীতকালীন উপহার প্রদানের মাধ্যমে বিশেষ শিশুদের পাশে দাড়িয়েছে আর্ন এন্ড লিভ। মানবিকতার আলো ছড়িয়ে দিয়ে পৃথিবীতে আলেকিত করতে এমন বহু মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে আর্ন এন্ড লিভ তার প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকেই।

শীতকালে রাস্তার পাশে পথশিশুদের অর্ধাহারে–অনাহারে জর্জরিত জীবনের ছবি আমরা প্রায়ই দেখি। আসুন গরিব অসহায়দের মুখে হাসি ফোটাতে আমরাও তাঁদের পাশে দাঁড়াই। আর্ন এন্ড লিভের স্পিরিটকে মনে ধারণ করি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *