মোঃ সবুজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের নওগাও বাজারের ২টি দোকান গতকাল গাজীখালী নদীতে সম্পূর্ণ বিলিন হয়ে গেছে। আংশিক ভাঙনের শিকার হয়েছে আরো ২ টি দোকান।
এখনো ঝুঁকির মধ্যে রয়েছে নদী সংলগ্ন ওই বাজারে অর্ধ-শতাধিক দোকান, একটি প্রাথমিক বিদ্যালয়। যে কোনো মুহূর্তে তা বিলিন হওয়ার আশঙ্কা রয়েছে। এঘটনার পর বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
আজ সরেজমিন গিয়ে দেখা যায়, গাজীখালী নদীর মধ্য দিয়ে রাস্তা নির্মান করার কারনে ছোট পাইপ দিয়ে পানি ঠিকমত প্রবাহিত হতে পারে না। সে কারনে পানির শ্রোত বেশি হয়। আর সেই শ্রোতে রবিদুল ও হিবাদুলের দুটি দোকান সম্পূর্ণ বিলিন হয়ে গেছে। সব কিছু হারিয়ে দুই ভাই বিলাপ করছে।
মুরগি ব্যবসায়ী আমজাত বিলাপ করতে করতে বলেন, মোর সব কিছু শ্যাষ হইয়া গেছে।
এ ঘটনার পর বাজারের ব্যবসায়ী, নদী সংলগ্ন নওগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে নদী ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে। যে কোনো সময় এসব স্থাপনা বিলিন হওয়ার আশঙ্কা করছেন তারা।
সংশ্লিষ্ট বাজার কমিটির সভাপতি শহিদুল জানান, তিনি ঘটনার পর পরই বাজারে এসে ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নিয়েছেন। রবিদুল ও হিবাদুলের ক্ষতি হয়েছে। বাজারে সবাই আতঙ্কে আছেন।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।