সবুজ, স্টাফ রিপোর্টারঃ ঢাকার ধামরাই থানা পুলিশের কার্যক্রম পরিচালনার জন্য এসডিআই’র পক্ষে ফটোকপি মেশিন (প্রিন্টার স্ক্যানার যুক্ত) প্রদান করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব সামছুল হক। রবিবার দুপুরে এসডিআই’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব সামছুল হক এ সময় উপস্থিত থেকে ধামরাই থানার ওসি মনিরুল ইসলামের নিকট উক্ত ফটোকপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন এসডিআই এর ধামরাই জোনের জোনাল ম্যানেজার জনাব অভিজিৎ কুমার দেবনাথ, ধামরাই অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মোঃ হারুন – অর- রশিদ, ধামরাই সদর শাখার শাখা ব্যবস্থাপক জনাব মোঃ বাচ্চু সরকার প্রমুখ। উল্লেখ্য, গত ৫ আগস্ট অজ্ঞাত দূর্বৃত্তদের হামলায় থানায় অগ্নি সংযোগ করলে থানার সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এক্ষেত্রে দৈনন্দিন কর্মকান্ড মারাত্নক ব্যাঘাত সৃষ্টি হয়।