মোঃ সবুজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী বহনে অবশেষে যুক্ত হয়েছে সরকারী নতুন এম্বুলেন্স। ধামরাইবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি নতুন অ্যাম্বুলেন্সের।
আজ সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা অ্যাম্বুলেন্সের চালক মোঃ হারুনের কাছে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন।
এর আগে বিকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের স্বাস্থ্য বিভাগ থেকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সটি পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরনো অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন যাবত ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। সে কারনে রোগীদের সেবা ব্যাহত হত।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা বলেন, অ্যাম্বুলেন্সটি পাওয়ায় হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি পেল। এটি হাজার হাজার মানুষের জীবন রক্ষা করবে। আমরা সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদ এবং ঢাকা জেলার সিভিল সার্জনের কাছে কৃতজ্ঞ।
এ সময়ে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ আহমেদুল হক তিতাস, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, সিনিয়র সহ সভাপতি হুমায়ুন রশীদ ।