মোঃ সবুজ, ধামরাই।। হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটা বন্ধে আরো তিনটি ইউভাটায় অভিযান পরিচালনা করেছে ধামরাই উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার মধুডাঙা, কাওয়ালীপাড়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ডিসি অফিসের লাইসেন্স না থাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ হাই জকী।
অভিযানে লামিয়া-৩ ব্রিকস্ এর মাটি কাটার লাইন্সেস না থাকায় ২লক্ষ টাকা জরিমানা। অপর দিকে অনুমোদন বিহীন এমএসবি ব্রিকস্ ও এবিসি ব্রিকস্ কে ২লক্ষ টাকা করে জরিমানা ও ইটভাটা ভেঙে দেয়া হয়। মোট তিনটি ইটভাটায় ৬লক্ষ টাকা জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ হাই জকী জানান, হাইকোর্টের নির্দেশে পরিবেশ দূষনকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ইটভাটায় অভিযান চালানো হয়। ইটভাটা গুলোর মাটি কাটার লাইসেন্স না থাকায় ও প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে ব্যার্থ হলে ইটভাটা গুলোর মালিক কে আর্থিক জরিমানা- ভাটার আংশিক ভেঙে দেওয়া হয়। জেলা প্রশাসকের নিকট হতে লাইসেন্স গ্রহণ করা ব্যতিত কোনো ব্যক্তি ইটভাটা স্থাপন এবং ইট প্রস্তুত করিতে পারিবে না। অনুমতি বিহীন ইট ভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান। এ সময় পেশকার শামীম আহমেদ ও হানিফ শেখসহ পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।