ধামরাইয়ে ১১ইটভাটার মালিকদের ৫০ লাখ টাকা জরিমানা

সারাদেশ

মোঃ সবুজ, ধামরাই(ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে পরিবেশ দুষণের দায়ে ১১টি অবৈধ ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমান আদালত।

আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট কাজী তামজীদ আহমেদ।

এসময় মক্কা মদিনা ব্রিক্সে ৫লাখ, এমএসবি ব্রিক্সে ৬লাখ, নূর ব্রিক্সে ৬লাখ, ফারুক ব্রিক্সে ৬লাখ, খান ব্রিকসকে ৫লাখ, রাহাত ব্রিকসকে- ২লাখ, তুহিন সুপার ব্রিকসকে ৬লাখ টাকা, মদিনা ব্রিক্সকে ৬লাখ, মার্ক ব্রিকসকে- ৬লাখ, কালামপুর ব্রিকসকে- ২লাখ। ১১ ইটভাটাকে মোট ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভাটাগুলোর কিছু অংশ ভেঙে দেওয়া হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, কৃষি জমি, আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার থেকে কমপক্ষে এক কিলোমিটার এবং গ্রামীণ বা ইউনিয়ন পরিষদ রাস্তা থেকে অন্তত অর্ধ কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। অথচ রাজধানী ঢাকার অদূরে ধামরাইয়ে এ নিয়ম ভঙ্গ করে স্থাপন করা হয়েছে প্রায় ২০০ ইটভাটা।

এসব ভাটার মালিক আগে নানা কৌশলে ছাড়পত্র পেলেও চলতি বছর পরিবেশ অধিদপ্তর থেকে কোনো প্রকার ছাড়পত্র পায়নি। চলতি বছর ছাড়পত্র না পেলেও যথারীতি তাদের ভাটায় ইট তৈরির কাজ চলছিল।

ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হবে। এসময় পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *