মোঃ সবুজ সরদার, ধামরাই ॥ ধামরাইয়ে একটি সেতুর অভাবে ঝুঁকিতে থাকা ২০ গ্রামের বাসিন্দাদের ভোগান্তি লাঘবে বাঁশের সাঁকো উদ্বোধন করা হয়েছে।
জানা যায়, ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ২০ গ্রামের প্রায় ৩০ হাজার বাসিন্দারা ফোর্ড নগর ধলেশ্বরী নদীতে ছোট্ট খেয়ার মাধ্যমে পারাপার হচ্ছেন। এতে তাদের দূর্ভোগের যেনো শেষ নেই! বর্ষাকালে এ দুর্দশা আরও তীব্র আকার ধারণ করে। নদী পার হতে গিয়ে প্রতিনিয়ত মানুষকে ছোট বড় নানা ধরনের দুর্ঘটনার শিকার হতে হয়।
আর এসব ভোগান্তির কথা চিন্তা করে স্থানীয়দের সহযোগীতায় কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমানের উদ্যোগে বাঁশ দিয়ে একটি সেতু নির্মান করা হয়েছে।
অবশেষে আজ সকালে ফোর্ডনগর বাঁশের ব্রিজের উদ্বোধন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
এ সময়ে ইউপি সদস্য উজ্জল মিয়া, বোরহান উদ্দিন, সঞ্জয় সরকার, শহিদুল ইসলাম, ইউপি সচিব জাহাঙ্গীর আলম, সংরক্ষিত ওয়ার্ড সদস্য রোজিনা, মরিয়ম বেগম, ছালমা বেগম সহ স্থানীয় গণমাধ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, আমাদের কয়েক হাজার মানুষের দূর্ভোগ লাঘবের জন্য লুৎফর রহমান চেয়ারম্যান যে উদ্যোগ নিয়েছেন তা সত্যি প্রশংসনীয়।
কুল্লা ইউনিয়ন চেয়ারম্যান লুৎফর রহমান জানান, এই সেতুটি দিয়ে কিছুটা হলেও আমাদের সকলের উপকারে আসবে কিন্তু আমরা এখানে একটি স্থায়ী সেতুর দাবী জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের সংসদ সদস্যের কাছে। আমরা আশা করছি ২৫ থেকে ৩০ হাজার মানুষের দূর্ভোগ লাঘবের জন্য সরকার দ্রুত এখানে একটি সেতু তৈরি করে দিবেন।