ধামরাইয়ে সরকারি রাস্তা দখলের অভিযোগ

ধামরাই সংবাদ

মোঃ সবুজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ের ললিতনগর এলাকায় ৩০ বছরের পুরনো রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এঘটনায় রাস্তা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

গতকাল বিকেলে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ললিতনগর এলাকার লোকজন ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করেন।

অভিযুক্তরা হলেন, ময়ছের আলীর মেয়ের জামাই মোঃ সাগর (৪৫), আব্দুলের এর ছেলে মজিবুর (৪৭), শমশের আলীর ছেলে বাচ্চু (৪৮), হোসেন আলীর ছেলে আব্দুল গণি (৫০)।

মানববন্ধনে জাতীয় শ্রমিক লীগের ধামরাই উপজেলা সভাপতি ডা. মোঃ আবুল হোসেন (৬০) জানান, আমরা প্রায় ৩০ বছর ধরে এই রাস্তা দিয়ে চলাচল করে আসছি। এর আগে সবেক সব চেয়ারম্যান ও মেম্বাররা এই রাস্তা সংস্কারের কাজ করতেন। এই রাস্তা দিয়ে ললিত নগর ও বাথুলী দুই এলাকার প্রায় ৫ হাজার লোকজন চলাচল করেন। কিন্তু অভিযুক্তরা প্রভাব খাটিয়ে রাস্তা দখল করেছে। আমরা প্রশাসনের সহযোগিতা চাই যেন আমাদের এই রাস্তা দখল মুক্ত করে দেয়া হয়।

ললিতনগরের বাসিন্দা আনিসুর রহমান সোহাগ বলেন, এই রাস্তা দিয়ে আমরা দুই গ্রামের প্রায় ৫ হাজার লোকজন চলাচল করি। কিন্তু স্থানীয় কয়েক জন মিলে এই রাস্তাটি দখল করেছে। আমরা চাই আমাদের রাস্তাটি দখল মুক্ত করে আবার চলাচলের উপযুক্ত করে দেয়া হোক।

এবিষয়ে অভিযুক্ত আব্দুল গণি বলেন, রাস্তার পাশে খাল ছিলো একটা। সেই খাল ভরাট করে রাস্তা তৈরি করা হয়েছে। আর আগে রাস্তাটি আমার রেকর্ডের জমি। তাই নতুন রাস্তা হওয়াতে আমি আমার রেকর্ডের জমি দখল করেছি। আমার রেকর্ডের জমি তো ছেড়ে দিবো না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *