মোঃ সবুজ, ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ের বড়চন্দ্রাইল এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দেড় বিঘার একটি পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত পাঁচ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে এই বিষ প্রয়োগের ঘটনা ঘটে।
পরিত্যাক্ত এই পুকুরটিকে ভাড়া নিয়ে চাষের উপযোগি করে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন স্থানীয় শিপন মিয়া।
এ ঘটনায় শিপন মিয়া বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় অভিয়োগ দায়ের করেছেন।
মাছ চাষি সপ্তাহ খানেকের মধ্যে মাছ বিক্রি করার সিদ্ধান্ত নিলেও গত বুধবার দুপুরে দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দেয় এবং গতকাল বুধবার বিকাল থেকে পুকুরে থাকা পাঙ্গাস, রুই, কাতলা ও তেলাপিয়া মাছ মরে ভেসে উঠতে থাকে। বেঁচে থাকা বাকি মাছগুলোও আজ বৃহস্পতিবার সকালে মরে ভেসে ওঠে। পুকুরের চারপাশে মরা মাছের দূর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী জানান, এতো বড় ক্ষতিতে সে নিঃস্ব হয়ে পড়েছে। এ ঘটনায় পাঁচ জনকে আসামী করে থানায় অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে ধামরাই থানার উপ পরিদর্শক এসআই বেলায়েত হোসেন জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।