মোঃ সবুজ, ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে বোরো ধানের সমলয়ে চাষাবাদের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার বাইসাকান্দা ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় ব্লক প্রদর্শনী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রফিকুল ইসলাম ভূইয়া।
তিনি তার বক্তব্যে বলন, কৃষকের উন্নয়নের জন্য সরকার কৃষি প্রণোদনা সহায়তা কৃষি যান্ত্রীকরণ বিতরণ, সুলভ মূল্যে কৃষি উপকরণ প্রদানসহ নানাবিধ সুবিধা প্রদান করে যাচ্ছে।
রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে এক সাথে তিনটি করে চারা ও একই বয়সের চারা রোপন করা যায়। ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ১বিঘা জমি চারা রোপন করতে সময় লাগে ১ ঘন্টা এবং খরচ হয় মাএ ৪০০ টাকা। যেখানে শ্রমিক দিয়ে রোপন করলে খরচ হয় ১৫০০-২০০০ টাকা। তাই ট্রান্সপ্লান্টারে শ্রম, সময় ও অর্থ কম লাগায় উপস্থিত কৃষকগণকে এ ভাবে সমলয় ভিত্তিতে চাষাবদ করার আহবান জানান।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ রকিবদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান, কৃসি অফিসার তহমিনা খাতুন, সাইদুর রহমান ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, সিনিয় সহ-সভাপতি হুমায়ুন রশীদ সহ স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ট্রেতে উৎপাদিত ধানের চারা মেশিন দিয়ে তৈরি করা জমিতে রোপন করা হয়।