মোঃ সবুজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে লকডাউন অমান্য করে দোকান খোলায় ৪ দোকান মালিককে ও স্বাস্থ্য বিধি না মানায় আরোও ১১ জনকে ৩৩২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ধামরাই বাজারে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় মতিপাল এন্ড সন্স, আনোয়ার সেনিটারী মার্ট ও জেরিন ইলেকট্রনিক্স প্রত্যেককে ১০ হাজার করে, একটি স্বর্ণের দোকানে ৫০০ সর্বমোট ৩০ হাজার ৫০০ টাকা এবং সীতি বাজার ও আড়ালিয়া এলাকায় আরোও ১১ জনকে ২৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার জানান, লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানঘর খোলা রাখায় এবং স্বাস্থ্য বিধি না মানায় ধামরাই বাজার, সীতি বাজার, আড়ালিয়া এলাকায়, ৬টি মামলায় ১৫ জনকে ৩৩২০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরোও বলেন, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কিন্তু অনেকেই তা মানছে না। সরকারি নির্দেশনা পালন এবং করোনার ভয়াল থাবা হতে জনগণকে রক্ষা করা এবং সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এ অভিযান অব্যাহত থাকবে।