মোঃ সবুজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ধামরাইয়ে স্বাস্থ্যবিধি না মানায় ও সরকারি নির্দেশ অমান্য করে গাদাগাদি করে শ্রমিক পরিবহন করায় প্রতিক সিরামিক ও গ্রাফিক্স টেক্সটাইল কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সচেতনতা তৈরিতে পথচারীদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
আজ দুপুরে প্রতিক সিরামিক ও গ্রাফিক্স টেক্সটাইল কারখানার বাসে অতিরিক্ত শ্রমিক বহন করায় ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঢাকা জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার।
তিনি জানান, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। তবে অনেকে নানা অজুহাতে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, অভিযানে দুটি কারখানার বাসে অতিরিক্ত শ্রমিক পরিবহন করায় ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।