মোঃ সবুজ, ধামরাই।। ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের জয়পুরা এলাকায় পুকুরে কারখানার বিষাক্ত বর্জ্য ফেলে ৩.৫ লাখ টাকার রেনু মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ মার্চ) গভীর রাতে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের জয়পুরা এলাকার পাল সি.এন.জির পাশে পুকুরে এ ঘটনা ঘটে।বিষাক্ত বজ্র প্রয়োগের ফলে পুকুরের রেনু মাছ মরে ভেসে উঠেছে।
এই ঘটনার বাদী কুল্লা ইউনিয়ন দক্ষিণ জয়পুরার মো: রফিকুল ইসলাম(৪৫) সাংবাদিকদের বলেন, প্রায় ৪০ শতাংশ জায়গার উপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার পুকুরে রুই,কাতল,তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছের রেনুর চাষ করেছি। এতে আমার প্রায় ৩.৫লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছের রেনু গুলো অন্য পুকুরে স্থানান্তর করা হত। আর অল্প কিছুদিন পালনেই বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।
গতকাল রাতে কয়েকজন লোক এসে আমার পুকুরের আশপাশে ঘোরাঘুরি করেছে বলে জানান পুকুরের কেয়ার টেকার মো:সাইফুল ইসলাম। এর কিছু সময় পরেই তিনি পুকুরের রেনুমাছ মরে ভেসে উঠতে দেখেন। প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও সকালে পুকুরের পাড়ে টিকে ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিষাক্ত বর্জ্য ফেলা হয়। পুকুরে বিষাক্ত বর্জ্য ফেলার কারণেই সব রেনুমাছ মরে ভেসে উঠেছ। এতে আমার প্রায় ৩.৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন, আমি একজন প্রান্তিক মৎস্য খামারী আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন,খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । এব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে টিকে ফুড এর এডমিন ম্যানেজার খাতিবুর রহমান বলেন, বিষটি মালিক পক্ষকে জানানো হয়েছে।