মোঃ সবুজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ এসেছে পল্লীর শুভ দিন,বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ এই স্লোগান কে সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলা প্রসাশন ও বিআরডিবি ধামরাই এর আয়োজনে করোনার ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋন বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) উপজেলা হল রুমে ১৩ জন ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে ১লক্ষ টাকা করে মোট তের লক্ষ টাকা ২ বছর মেয়াদে (৬ মাস গ্রেস পিরিয়ড) সহ সমান ১৮ কিস্তিতে আদায়যোগ্য ঋণ প্রদান করেন।
অনুষ্ঠানে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া স্বপ্ন বাস্থবায়ন করার লক্ষে বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গ্রামাঞ্চলের শিল্প উদ্যোক্তাদের মাঝে ঋণ সহায়তা দিচ্ছেন, এই ঋণ সহায়তা পেয়ে উদ্যোক্তারা সফলতা অর্জন করবেন এবং জাতির পিতার স্বপ্নও বাস্তবায়ন হবে।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম চয়ন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, বিআরডিবি ঢাকা জেলা দপ্তর এর উপপরিচালক গোলাম সারোয়ার মোস্তফা, বিআরডিবি ঢাকা জেলা দপ্তর এর উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব, ধামরাই ইউসিসিএ লিঃ এর সভাপতি মোঃ আহাম্মদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন প্রমুখ।