মোঃ সবুজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন সড়কে গর্তে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের মধ্যে বাস এবং প্রাইভেটকারচালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাটুরিয়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ধামরাইয়ের জয়পুরা এলাকায় পৌঁছালে সড়ক সংস্কারের জন্য খুঁড়ে রাখা একটু ছোট গর্তে বাসের চাকা পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। অপরদিক থেকে আসা ঢাকাগামী একটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি উল্টে যায়।
এতে দুইটি গাড়িচালকসহ বাসের প্রায় ২০ জন যাত্রী আহত হয়। এসময় বাসটি সড়কের মাঝে উল্টে যাওয়ায় সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ারসার্ভিস কর্তৃপক্ষ এসে বাসটি অপসারণ করে।
এ ব্যাপারে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা বলেন, বাসটি সড়ক থেকে অপসারণ করা হয়েছে। বর্তমানে সড়কটির প্রধান লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী দ্রুত উপস্থিত হন। ফায়ার সার্ভিস বিভাগের সাথে সমন্বয় করেন। পরে সেখান থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত দুই চালককে মুমূর্ষু অবস্থায় দ্রুত পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত মৃত কোন ব্যক্তি হাসপাতালে আসেনি।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি রেকার লাগিয়ে থানায় আনা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে ঘটনার পরপরই ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। সওজের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। উনারা আসার পর পর্যবেক্ষণ শেষে বিস্তারিত পরে জানানো হবে।