মোঃ সবুজ, ধামরাই, ঢাকাঃ ধামরাইয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ধামরাই যাত্রাবাড়ী মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসার্চ ইভ্যালুয়েশন এন্ড ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (রেডি) এর উদ্যোগে গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন(গেইন) এর সহযোগিতায় পুষ্টি সেবার সহজ প্রাপ্যতায় কর্মজীবীদের অংশীদারিত্ব নিশ্চিতকরণ (স্বপ্ন) প্রকল্পের আওতায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও গণস্বাক্ষর ক্যাম্পেইন এবং পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন গার্মেন্টস কর্মীদের মাঝে স্বাস্থ্য সেবা প্রদানের অংশ হিসেবে পুষ্টি বিষয়ক বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসার্চ ইভ্যালুয়েশন এন্ড ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (রেডি) এর নির্বাহী পরিচালক নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা আক্তার, রেডির প্রোগ্রাম ম্যানেজার মারয়া সরকার, স্নোটেক্স এর এজিএম আব্দুস সালাম, গেইন এর প্রজেক্ট ম্যানেজার জি এম রেজা সুমন, সহকারী কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসুম, ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস এর প্রোগ্রাম ম্যানেজার মনিরুজ্জামান প্রমুখ।