মোঃ সবুজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ধামরাই উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন ৩৩ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা জনাব হোসাইন মোহাম্মদ হাই জকী। তিনি বিদায়ী ইউএনও সামিউল হকের স্থলাভিষিক্ত হয়েছেন।
শুক্রবার (০৯ জুলাই) সকাল ১০টায় নিজ দফতরে যোগদান ও দায়িত্বভার গ্রহন করেন নতুন ইউএনও।
ইতিপূর্বে তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকায় সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। জনাব জকী ২০১৪ সালের ৭ আগস্ট বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। মাঠ পর্যায়ে তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার ও সিলেট, এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় কাজ করেন।
এছাড়া তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টরের একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জনাব হোসাইন মোহাম্মদ হাই জকী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ৩৩ তম ব্যাচের ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি নিয়ে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও পাবলিক পলিসি বিষয়ে ডিস্টিংশনসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায়।
হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত উপজেলা পর্যায়ের সব উন্নয়নমূলক কর্মকাণ্ড অবশ্যই সফলভাবে সম্পন্ন করার চেষ্টা অব্যাহত থাকবে। একটি আধুনিক ও সমৃদ্ধ ধামরাই গড়ে তোলা আমার পবিত্র দায়িত্ব। এছাড়া বাল্যবিয়ে, মাদক , ইভটিজিংসহ বিভিন্ন প্রকারের অপরাধ কঠোরভাবে দমন করা হবে। এসব কাজে উপজেলার সচেতন নাগরিক, পেশাজীবী, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।