ধামরাইয়ে তিন হোটেল মালিক ও দুই বাস চালককে জরিমানা

ধামরাই সংবাদ

মোঃ সবুজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ধামরাইয়ে মাস্ক না পরায় ও স্বাস্থ্যবিধি না মানায় তিনটি হোটেল ও সামাজিক দূরত্ব, সরকারি নির্দেশ অমান্য করে গাদাগাদি করে যাত্রী বহন করা এবং বাসের কাগজপত্র না থাকায় দুটি বাস চালকসহ বাস মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সচেতনতা তৈরিতে পথচারীদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে ঢুলিভিটা ও কালামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জন হোটেল মালিক ও দুই জন বাস চালক, বাসের মালিক সহ ৮ জনকে মোট দশ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার।

তিনি জানান, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। তবে অনেকে নানা অজুহাতে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, অভিযানে তিনটি হোটেল, দুইজন বাস চালক, বাসের মালিক ও পথচারীসহ ৮ জনকে বিভিন্ন অংকের মোট দশ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময়ে উপস্থিত ছিলেন নাজির কাম ক্যাশিয়ার রাকিব হোসেন, ধামরাই থানার এ এস আই নূর ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *