ধামরাইয়ে ঘর পেলেন ভূমিহীন ও গৃহহীন পরিবার

ধামরাই সংবাদ

মোঃ সবুজ, ধামরাই প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ৩৫টি পরিবার ঘর পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।

এর অংশ হিসেবে ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্টদের হাতে জমি ও ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদ , ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুল হক, সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ প্রতিপাদ্যে কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের জন্য দুই শতাংশ খাস জমিতে আধা-পাকা ঘর নির্মাণ করা হয়েছে। ঘরপ্রতি ব্যয় হয়েছে এক লাখ একাত্তর হাজার টাকা।

এছাড়া কর্মসূচির আওতায় ধামরাই উপজেলায় আরও ২৯৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *