ধামরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা।

ধামরাই সংবাদ

মোঃ সবুজ,ধামরাই(ঢাকা)প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ এর নিজস্ব অর্থায়নে ২০২২ সালের মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত একহাজার কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধণা দেয়া হয়।

এসময় অতিরিক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নূরুল আলম, গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হোসেন, বেগম আনোয়ারা গালর্স কলেজের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম। পৌর মেয়র গোলাম কবির মোল্লা, এসডিআই এর নির্বাহী পরিচালক সামছুল হক, সজাগের পরিচালক আব্দুল মতিন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ প্রমুখ।

বক্তারা বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়া নতুন প্রজন্মরা আগামীতে ধামরাইকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *