ধামরাইয়ে ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রার উদ্বোধন

জাতীয় ধামরাই সংবাদ সারাদেশ

মোঃ সবুজ, ধামরাই, ঢাকাঃ ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মেজর জীবন কানাই দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় এমপি বেনজীর আহমদ এ রথ যাত্রার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হইকমিশানার শ্রী প্রনয় কুমার ভার্মা, আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র গোলাম কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনসহ জেলা উপজেলার নেতাকর্মীরা।

সকাল ১০ টায় ধামরাইয়ের কায়েতপাড়ায় রথের সামনে ঢাকঢোল, বাদ্য, কাঁসরঘণ্টা ও মহিলাদের উলু ধ্বনি এবং পূজা-অর্চনার মধ্যদিয়ে মন্দিরের পুরোহিত উত্তম গাংগুলি ও চপলেশ গাংগুলি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করেন। বিকেল পৌনে ৬টায় যশোমাধব মন্দির থেকে মাধব বিগ্রহসহ অন্য বিগ্রহগুলো রথের ওপর স্থাপন করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। পরে তিনি সারথীর হাতে প্রতীকী রশি প্রদান করেন। এরপর ভক্তরা প্রতিমাসহ ৪২ ফুট উচ্চতার তিনতলা বিশিষ্ট রথটি পাটের রশি ধরে টেনে শ্রীশ্রী যশোমাধবকে তার কথিত শ্বশুরালয় যাত্রাবাড়ি মন্দিরে নিয়ে গেছেন। সেখানে নয়দিন পূজা-অর্চনা করা হবে কথিত মাধবের শ্বশুরবাড়ি যাত্রাবাড়ি মন্দিরে। এরমধ্যে রথ উৎসবে শত শত দোকানপাট বসেছে। মাসব্যাপী এই মেলা চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *