মোঃ সবুজ ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে সড়কে সাইড দেয়া নিয়ে তর্কাতর্কির জেরে আল আমিন (২৬) নামে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে ধামরাই পৌরশহরের মাধববাড়ি ব্রীজের দক্ষিণ পাশে একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
নিহত ইজিবাইক চালক আল আমিন ধামরাই পৌরসভার পশ্চিম কায়েতপাড়া এলাকার বজলুর রহমানের ছেলে। ঘাতক মাহফুজ ধামরাই পৌরসভার ২নং ওয়ার্ডের গোয়াড়ীপাড়া এলাকার ফচির ছেলে। সে পেশায় পশু চিকিৎসক। পুলিশ জানায়, নিহত আলামিনের আটোরিকশার সঙ্গে গোয়ারীপাড়া মহল্লার আল মাহফুজের মোটরসাইকেলের সংঘর্ষ হয় শুক্রবার সকালে। ওই সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে সকাল সাড়ে এগারটার দিকে মাধববাড়ি ব্রীজের দক্ষিণপাশের ঢালে একটি চায়ের দোকানের সামনে আলামিনের পেটে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাহফুজ। এতে ঘটনাস্থলেই আলামিন নিহত হন।
এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।