মোঃ সবুজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ধামরাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ বুধবার বিকালে ধামরাই সিটি সেন্টারে করোনা মহামারির কারনে সীমিত পরিসরে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে দলের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে ধামরাই উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামী লীগ । কর্মসুচীর শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাসুম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা -২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদ।
তিনি তার বক্তব্যে বলেন, করোনা মহামারিতে আজ গোটা বিশ্ব আক্রান্ত। বাংলাদেশও এর থেকে রেহায় পাচ্ছেনা। মানুষের জীবন রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সব উদ্যোগ নিয়েছেন তা বিশ্বব্যাপী প্রসংশিত। নতুন করে সারা দেশে সংক্রমনের হার বৃদ্ধি পাচ্ছে। ধামটাই পৌরসভা সহ উপজেলার ১৬ ইউনিয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। একই সাথে সাধারন মানুষদের পাশে থেকে তাদের সহায়তা করার নির্দেশ দেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামূল হক আয়ুব, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু,ধামরাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য বিল্লাল হোসেন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার শিকদার, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, কামরুল ইসলাম প্রমুখ।